- সারাদেশ
- অবমাননাকর স্ট্যাটাস: যুবকের ১০ বছর জেল
অবমাননাকর স্ট্যাটাস: যুবকের ১০ বছর জেল

ছবি: প্রতীকী
ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার দায়ে টিটু রায় নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রংপুর সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার এই রায় ঘোষণার সময় টিটু আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ নভেম্বর রংপুরের হরকলি ঠাকুরপাড়ার টিটু রায় ওই স্ট্যাটাস দেন। এ ঘটনার জের ধরে ১০ নভেম্বর জুমার নামাজের পর টিটুর ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা। পরে কয়েক হাজার মানুষ ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ নিয়ে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসে। এ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি মামলা হয়েছে।
ধর্ম অবমাননার অভিযোগ এনে ৬ নভেম্বর টিটু রায়ের বিরুদ্ধে রংপুর সদরের শলেয়াশাহ গ্রামের রাজু মিয়া গঙ্গাচড়া থানায় মামলা করেন। এই মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত রায় বলেন, ফরেনসিক রিপোর্টে টিটু রায়ের স্ট্যাটাস দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
মন্তব্য করুন