চট্টগ্রামে এক কোটি ১৬ লাখ টাকা খেলাপি ঋণ পরিশোধ করে জামিন পেয়েছেন মেসার্স এম এস অটোমোবাইলসের মালিক মো. মহিউদ্দিন ও তাঁর স্ত্রী জুনুফার রায়হান। 

মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মো. মুজাহিদুর রহমানের আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। 

ব্যবসায়ী মহিউদ্দিন ও তাঁর স্ত্রী নগরীর পূর্ব নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের ৬২ নম্বর বাড়ির বাসিন্দা। গত ২৭ ফেব্রুয়ারি খেলাপি ঋণ পরিশোধ না করায় তাঁদের বিরুদ্ধে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ দিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, মো. মহিউদ্দিন আর স্ত্রী যমুনা ব্যাংক চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শাখা থেকে ৩ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকা ঋণ নিয়ে তা ফেরত দিচ্ছিলেন না। ২০১৭ সালে টাকা উদ্ধারে অর্থঋণ মামলা করে যমুনা ব্যাংক কর্তৃপক্ষ। সেই টাকা সুদে আসলে বর্তমানে ১১ কোটি ৬০ লাখ ২৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এ টাকা আদায়ে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ডিক্রিদার ব্যাংক একটি অর্থঋণ জারি মামলা দায়ের করে। সে মামলায় ব্যাংক ঋণখেলাপিদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে চাপে পড়ে টাকা ফেরত দিতে শুরু করেন ব্যবসায়ীরা। তার অংশ হিসেবে গ্রেপ্তার থেকে বাঁচতে গত ১১ মে ব্যাংকের সঙ্গে ঋণখেলাপিদের একটি সমঝোতা চুক্তি হয়। সে অনুযায়ী এক কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা ফেরত দিয়েছেন এ দম্পতি।