- সারাদেশ
- জাহাঙ্গীরকে দুদক কার্যালয়ে ডাকা হলো ৬ ও ৭ জুন
জাহাঙ্গীরকে দুদক কার্যালয়ে ডাকা হলো ৬ ও ৭ জুন

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি
গাজীপুর
সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কাছে ফের তলবের নোটিশ পাঠিয়েছে দুর্নীতি
দমন কশিন (দুদক)। দুটি অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৬ ও ৭ জুন সকাল ১০টায়
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
মঙ্গলবার দুটি নোটিশ গাজীপুরে জাহাঙ্গীর আলমের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। এর আগে
তাঁকে ওই দুই অভিযোগে ২১ ও ২২ মে তলব করা হয়েছিল। কমিশনের দুই সদস্যের টিম অভিযোগ দুটি
অনুসন্ধান করছে।
জাহাঙ্গীর
আলমের বিরুদ্ধে গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে কোটি কোটি
টাকা আত্মসাৎ এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। আগামী
৬ জুন তাঁকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের
নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান ও কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের
অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীরকে আগামী ৭ জুন হাজির হতে বলা হয়েছে। এ
দিনও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র আনতে বলা হয়েছে।
নোটিশ
দুটিতে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় বাড়ানোর জন্য জাহাঙ্গীর আলমের দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে
২১ ও ২২ মের পরিবর্তে তাকে ৬ ও ৭ জুন ডাকা হয়েছে। দুদক জানায়, হাইকোর্টের নির্দেশনায়
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০২০ সালের একটি অভিযোগ ও ২০২২ সালে আরেকটি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগ
সংশ্লিষ্ট অনেক কাগজপত্র এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে।
গত
২১ মে মেয়র জাহাঙ্গীর সশরীরে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি
করেছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, বিনা কারণে দুদককে ব্যবহার করে তাঁকে
হয়রানি করা হচ্ছে। তিনি দুদকের কাছে ন্যায়বিচার আশা করেন।
মন্তব্য করুন