মাদারীপুর সদর উপজেলার চর খোঁয়াজপুর গ্রামের ওহাব মুন্সির ছেলে এনামুল হককে (চুন্নু) খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১৩ মার্চ সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। 

তাঁর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। শরীরের গঠন হালকা-পাতলা। তাঁর পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল। 

এ বিষয়ে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ১৩৩৯ (২৯.০৪.২০২৩)। 

কোনো হৃদয়বান ব্যক্তি এনামুল হকের সন্ধান পেলে ০১৯১৪-৫৪৩৯৩১, ০১৭০৩-৯৮৫৪৮৬ ও ০১৯৫৯-৬৭২০৯৬ নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।