বগুড়ার শাজাহানপুর উপজেলায় ১৫৩ গ্রাম হেরোইনসহ মমতাজ বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার খরনা ওমরদিঘী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মমতাজ বেগম বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মো. জিকরুলের স্ত্রী।

র‍্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুরের ওমরদিঘী বাজারে অভিযান চালানো হয়। এ সময় মমতাজের সঙ্গে থাকা হাতব্যাগে তল্লাশি করে ১৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, মমতাজকে বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে।