চট্টগ্রামে পাওনা টাকার জন্য আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে কর্ণফুলী থানার আলতি নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. ইদ্রিস (৫০)। তিনি রাউজান উপজেলার মোকামিপাড়ার বাসিন্দা। গত ১৬ মে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া গ্রামে পাওনাদার মো. ইউনুসের বাড়ি থেকে দেনাদার কাজী দিদারুল আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

র‌্যাব জানায়, নিহত দিদারুল আলম প্রবাস জীবন কাটিয়ে পাঁচ বছর আগে দেশে ফেরেন। দেশে এসে ব্যবসা করার জন্য বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়ে তা পরিশোধে ব্যর্থ হন। পরে পাওনাদারদের ভয়ে রাউজান ছেড়ে চট্টগ্রাম নগরীতে এসে থাকা শুরু করেন।

গত ১৩ মে দিদারুল রাউজান গেলে পাওনাদাররা তাকে ইউনুস নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখেন। টাকা আদায়ের জন্য সেখানে দিদারুল আলমকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠে। ওই বাড়িতে ইউনুসের সঙ্গে ইদ্রিসসহ আরও কয়েকজন ছিল।

গত ১৬ মে দিদারুল আলম তার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন বলে ইউনুস ও তার পরিবারের সদস্যদের নোয়াপাড়া এলাকায় পাঠান। এর ফাঁকে দিদারুল আলম গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় দিদারুল আলমের ছেলে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চারজনের নামে মামলা করেন। মামলায় ইদ্রিসকে অন্যতম আসামি করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গ্রেপ্তার এড়াতে ইদ্রিস ও তার সহযোগীরা রাউজান ছেড়ে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী থানা এলাকা থেকে ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।