- সারাদেশ
- নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নদীতে মিলল আ’লীগ নেতার লাশ
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নদীতে মিলল আ’লীগ নেতার লাশ

আজ বুধবার দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে বাঙালি নদীর বগুড়া বাজার সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহরম আলী ওই ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামের তায়েজ আলী খানের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বগুড়া বাজার সেতুর নিচে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানানো হয়। পরে লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এটি মহরম আলীর বলে শনাক্ত করেন।
মহরমের বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান জানান, গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মহরম। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে নদীতে লাশ পাওয়ার তথ্য পেয়ে তিনি সেখানে যান। পরে ছোট ভাইয়ের লাশ শনাক্ত করেন।
তিনিসহ পরিবারের সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে মহরমকে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে নিতে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা এ হত্যার বিচার চান।
শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, মহরমের মৃত্যুর কারণ এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন