‘পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটন নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। রাজধানীর রাজারবাগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়।

ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সদস্যদের সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ঢাকা রিজিয়নের পুলিশ সদস্যরা অংশ নেন। পরে প্রশিক্ষণার্থীসহ অন্য কর্মকর্তারা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখেন।

ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা সমকালকে বলেন, ট্যুরিস্ট পুলিশ ট্রেনিং সেন্টার আয়োজিত এই প্রশিক্ষণে অঞ্চলভিত্তিক অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিবারণ ও আচরণগত উৎকর্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে ইউনিটের সদস্যদের এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ট্যুরিস্ট পুলিশের প্রধান।