নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সানোয়ার হোসেন হত্যা মামলায় নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় স্থানীয় একটি মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে সানোয়ার হোসেনকে মুখ বেঁধে তুলে নিয়ে যায় আসামিরা। একটি ঘরে আটকে রেখে সানোয়ার হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সানোয়ারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

পিপি অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার এ রায় ঘোষণা করেন বিচারক।