বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক কমান্ডার পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বুধবার কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সৈকতের পাড়ে সেন্ট্রাল রিসোর্টে এ বৈঠক শুরু হয়। প্রথম দিন মাদক পাচার, অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল হটেট লুইনের নেতৃত্বে ১৬ জনের প্রতিনিধি দল বুধবার সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়। বাংলাদেশের পক্ষ থেকে কক্সবাজারের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিবের নেতৃত্বে ১৫ জনের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। 

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিজিপির দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক পাচার, অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

সর্বশেষ গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। পরে ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল।