- সারাদেশ
- এমপি মোস্তাফিজ কেন পিস্তল বের করলেন, তা তদন্ত হচ্ছে: পুলিশ
এমপি মোস্তাফিজ কেন পিস্তল বের করলেন, তা তদন্ত হচ্ছে: পুলিশ

পিস্তল হাতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী
বুধবার সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ফেরার পথে সীতাকুণ্ডের কুমিরা ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ সুপার।
তিনি বলেন, ‘বাঁশখালীর এমপি মিছিলে যে পিস্তল বের করেছেন, সেটি বৈধ না অবৈধ, নাকি খেলনা– তা তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে জেলা পুলিশের বিশেষ শাখাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘জীবন ও সম্পদ রক্ষার মতো কোনো পরিস্থিতি তৈরি হলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দেখানো যায়। কিন্তু তিনি (সংসদ সদস্য) কেন, কী উদ্দেশ্যে পিস্তল দেখিয়েছেন– সে বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলে বিস্তারিত বলা যাচ্ছে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির এক নেতার ‘হত্যার হুমকির’ প্রতিবাদে সোমবার বিকেলে বাঁশখালী সদরে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। পিস্তল হাতে মিছিলের সামনে ছিলেন তিনি। এমপি নিজের ফেসবুকেও মিছিলের ভিডিও পোস্ট করেন। এরপর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়।
মন্তব্য করুন