বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের আয়োজনে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত নতুন আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের প্রভাষক রুবাইদা এলিন সুধার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফয়জার রহমান ও রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।

অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর আইনজীবীদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট বিতরণ করেন আগত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তহবিল সংগ্রহের কাজ চলছে। এই তহবিলের আয় থেকে বৃত্তি ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। এসময় তিনি সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য নতুন আইনজীবীদের নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

এদিন বেলা সাড়ে ১১টায় স্নায়ুযুদ্ধের যুগে আন্তর্জাতিক আইন অধ্যয়নের উপর আন্তর্জাতিকবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও অস্ট্রেলিয়ার ম্যাককুরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। সঞ্চালনা করেন আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক সাদিয়া ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি