- সারাদেশ
- রাঙামাটিতে ছুরিকাঘাতে খুন
রাঙামাটিতে ছুরিকাঘাতে খুন
-samakal-সমকাল-5e33f2e7da3e6-samakal-63eefe50590ca-samakal-641869b292fd0-(1)-samakal-641d45c4c0818-samakal-646eac373c3e8.jpg)
প্রতীকী ছবি
রাঙামাটি শহরের রাঙ্গাপানির মোনঘর শিশু সদন এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম প্রভাত চাকমা (৪৭)।
পুলিশ জানায়, শিশু সদন ক্যাম্পাসের ভেতর ডাইনিং হলের পাশের রাস্তায় বুধবার রাত ৮টার দিকে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। রাতে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর বাম হাতের বাহুতে ধারালো ছুরির আঘাতের চিহৃ রয়েছে।
প্রভাত চাকমা শহরের দেবাশীষ নগর এলাকায় তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার রমনী মোহন চাকমার ছেলে। তাঁকে হত্যার কারণ জানা যায়নি।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন