- সারাদেশ
- গাইটাল টার্মিনাল থেকে বাস শ্রমিকের মরদেহ উদ্ধার
গাইটাল টার্মিনাল থেকে বাস শ্রমিকের মরদেহ উদ্ধার
-25-05-23-samakal-646ee853824fa.jpg)
কামরুল ইসলাম।
কিশোরগঞ্জের গাইটাল বাস টার্মিনালের পাবলিক টয়লেটের দরজা কেটে ফায়ার সার্ভিস কর্মীরা এক বাস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন। তার নাম কামরুল ইসলাম (৩৪)। তিনি সদর উপজেলার বিন্নাটি বুড়িরচর এলাকার আবুল হাসিমের ছেলে বলে জানিয়েছেন জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক। তিনি ‘যাতায়াত’ পরিবহনের হেলপার ছিলেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, ওই শ্রমিক বুধবার রাতের কোনো সময়ে টয়লেটে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় টয়লেট থেকে বের হয়ে না আসায় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে কর্মীরা রাত ১১টার দিকে গিয়ে হাইড্রোলিক কাটার দিয়ে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করেন।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ওই শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন