পাবনা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

হামলার পর আহত এজেম বিশ্বাস ওই রাতে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টা নিশ্চিত করেছেন সদর থানার ওসি কৃপা সিন্দু বালা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর বকসপাড়া গ্রামের এজেম বিশ্বাস এবং জব্বার বিশ্বাসের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এজেম বিশ্বাস সম্প্রতি নতুন করে ঘর নির্মাণ শুরু করেন। এতে বাঁধা দেন জব্বার বিশ্বাস। এ ঘটনার জেরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে জব্বার বিশ্বাসের নেতৃত্বে আব্দুল মান্নান বিশ্বাস, ইসলাম বিশ্বাস, হান্নান বিশ্বাস, শাহাদত বিশ্বাস, জনি বিশ্বাস, কামিন বিশ্বাস, মমিন বিশ্বাস, আমিন বিশ্বাস, জনাব বিশ্বাস, সোহাগ বিশ্বাস ও নাহিদ বিশ্বাসসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা লোহার রড, হাঁসুয়া, দা, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে এজেম বিশ্বাসের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ি ভাঙচুর করা হয়। 

হামলায় গুরুতর আহত আজম বিশ্বাস (৬০), রউফ (৪০), আব্দুল হাই (৩০), এজেমসহ (৪০) ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাবনা জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।