- সারাদেশ
- মেহেরপুরে ট্রলি উল্টে স্কুলছাত্র নিহত
মেহেরপুরে ট্রলি উল্টে স্কুলছাত্র নিহত

নিহত সাজ্জাদ হোসেনের স্বজনদের আহাজারি। ছবি: সমকাল
মেহেরপুরের গাংনীতে ট্রলি উল্টে সাজ্জাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় হাসান আলি (১৫) নামের আরও একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন চরগোয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহত হাসান আলী একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুস সাত্তারের ছেলে হেলাল ইটভাটায় মাটি দেওয়ার জন্য সাজ্জাদ হোসেন ও তার বন্ধুকে সঙ্গে নিয়ে বের হন। পুরাতন মটমুড়া-মোহাম্মদপুর সড়কে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেন নিহত হয়। আহত হাসানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন