চট্টগ্রামে জসিম উদ্দিন পাটোয়ারী ওরফে পানি জসিম ও তার সহযোগী কাজী লিটনকে কুপিয়েছে প্রতিপক্ষ। বুধবার রাতে বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার গুলশান আবাসিক এলাকার গেটে এ হামলা হয়।

জসিম জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ‘গ’ ইউনিটের দপ্তর সম্পাদক। তার বিরুদ্ধে নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের মুখে বাজার বসিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, বাংলাবাজার সড়কে ভাসমান দোকান ও নিবন্ধনহীন অটোরিকশার চলাচলের নিয়ন্ত্রক জসিম। চাঁদার টাকার ভাগবাটোয়ারার জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। তাছাড়া সড়কে চলাচলকারী নিবন্ধনহীন অটোরিকশা থেকে নিয়মিত চাঁদাবাজি করেন। সম্প্রতি চাঁদাবাজির ভাগ নিয়ে স্থানীয় যুবলীগ নামধারী সন্ত্রাসী আবু তাহের ও আলামিন ফকিরের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরে বুধবার রাতে জসিম ও লিটনকে কুপিয়ে পালিয়ে যায় তারা।

তবে পুলিশ জানায়, ২২ মে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের জন্য বায়েজিদ ক্যাফে নামে একটি রেস্তোরাঁয় প্রস্তুতি সভা হয়। এতে জসিমকে ভোটার না করায় দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে হামলার হতে পারে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান সমকালকে বলেন, দু’পক্ষের দ্বন্দ্বের জের ধরে জসিম ও তার এক সহযোগীকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।

জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল বাবু সমকালকে বলেন, আগামী ৬ জুন ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল। তবে কেন জসিমের ওপর হামলা হয়েছে, তা তিনি জানেন না।