টাঙ্গাইলের মির্জাপুরে নারায়ণ সরকার (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোড়াই নয়াপাড়া চক থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণ সরকার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার জানায়, নারায়ণ সরকার বুধবার রাত ৯টার দিকে নয়াপাড়া রেলক্রসিং এলাকায় চা খেতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে নয়াপাড়ার চক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।