- সারাদেশ
- ভুট্টা খেতে তরুণীর চোখ-হাত বাঁধা মরদেহ
ভুট্টা খেতে তরুণীর চোখ-হাত বাঁধা মরদেহ

প্রতীকী ছবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভুট্টা খেত থেকে তরুণীর চোখ-হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার হাটমাগুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ভুট্টা খেত থেকে অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তরুণীর চোখ ও হাত বাঁধা ছিল।
মাদারগঞ্জ থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে অথবা যেকোনো সময় ওই তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হতে পারে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন