- সারাদেশ
- নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল ২ দিন পর
নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল ২ দিন পর

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া স্কুলছাত্র রাজিব ভূইয়ার মরদেহ পাওয়া গেছে। শুক্রবার সকালে আলফাডাঙ্গা উপজেলার আজমপুর এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
রাজিব উপজেলার জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামের জুলহাস ভূইয়ার ছেলে। সে স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যায় রাজিব। বন্ধুদের সঙ্গে সাঁতার দিয়ে মাঝ নদীতে যাওয়ার পর ডুবে যায়। স্বজনরা এবং খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুই দিন ধরে অভিযান চালিয়েও তার কোনো সন্ধান করতে পারেনি। পরে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আলফাডাঙ্গার আজমপুর এলাকায় মধুমতি নদীর তীরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। তিনি জানান, রাজিবের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন