শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানোর কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। যাঁরা নিত্যপণ্য নিয়ে সিন্ডিকেট করেন, তাঁদের দু-চারজনকে ধরে মৃত্যুদণ্ড দেওয়া হলে সব বন্ধ হয়ে যাবে।

শুক্রবার রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে যুবলীগের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বাজারে কৃত্রিম খাদ্যের সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। বিএনপিকে জনবিচ্ছিন্ন বলেও উল্লেখ করেন তিনি। যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।