নীলফামারীতে জামায়াতে ইসলামীর সংগলশী ইউনিয়নের নায়েবে আমির সুরুত আলী শাহকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাচারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নায়েবে আমির সুরুত আলী শাহ্ ওই এলাকার বাসিন্দা। একই সঙ্গে দল পরিচালনা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, সুরুত আলী শাহ্ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় নেতা। নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হবে।