‘নির্বাচনে বিজয়ী হওয়ার কৌশল’ বিক্রি হচ্ছে খুলনায়। শুনতে অবাক লাগলেও নগরীর নূরনগর এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাশে বিক্রি করা হয় ‘নির্বাচনে বিজয়ী হওয়ার কৌশল’ নামে একটি বই। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় এ চিত্র।

নির্বাচন ভবনের পাশে গতকাল সকালে গিয়ে দেখা যায়, দুটি টেবিলের ওপর ‘নির্বাচনে বিজয়ী হওয়ার কৌশল’ নামে বইটি রাখা হয়েছে। বিক্রি করছেন কলেজপড়ুয়া এক তরুণ। প্রতীক বরাদ্দ নিতে আসা কাউন্সিলর প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের অনেকেই কৌতূহলী হয়ে ভিড় করেন সেখানে।

বইটি লিখেছেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আওছাফুর রহমান। বইয়ের গায়ের বিক্রয় মূল্য ৫০০ টাকা লেখা থাকলেও প্রচারের স্বার্থে এখন ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। ৪৬ পৃষ্ঠার বইটিতে ১৪টি অধ্যায় রয়েছে। বইয়ের পেছনের পৃষ্ঠায় সংক্ষিপ্ত লেখক পরিচিতিতে উল্লেখ করা হয়েছে, লেখক ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে নির্বাচনী আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ছোটবেলা থেকে নির্বাচনী গবেষণার কাজ করেন।

এই বই সম্পর্কে লেখক আওছাফুর রহমান বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর সবাই কিছুটা দুশ্চিন্তায় পড়েন যে, কীভাবে বিজয়ী হওয়া যায়। অবস্থা খারাপ দেখলে তখন কালো টাকা ছড়ায়, পেশিশক্তি ব্যবহার করেন। কিন্তু সৎভাবে এবং পেশিশক্তি ব্যবহার না করেও নির্বাচনে জেতা সম্ভব। এ ক্ষেত্রে শ্রম ও মেধার পাশাপাশি বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। সেই কৌশলগুলোই বইতে তুলে ধরা হয়েছে।