নেত্রকােনার কলমাকান্দা উপজেলায় জারুল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় স্বপ্না আক্তার (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত স্বপ্না আক্তার উপজেলার পোগলা গ্রামের মানিক মিয়ার মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় স্বপ্না আক্তার। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় আত্মীয়-স্বজনরা তাকে খুঁজতে থাকেন। কিন্তু তার কোনো খোঁজ পাননি স্বজনরা। শনিবার সকালে বাড়ির পাশে জঙ্গলে খেলতে যান ছেলে-মেয়েরা। এ সময় জারুল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় স্বপ্নাকে দেখতে পায় তারা। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে যান। তখন স্বপ্নাকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম সমকালকে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।