- সারাদেশ
- শ্যালিকাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শ্যালিকাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে শ্যালিকাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ পরাণকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহ পরান ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
র্যাব জানায়, ২০১০ সালে দেলোয়ারা বেগমের সঙ্গে শাহ পরাণের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। প্রায়ই স্ত্রীকে মারধর করতেন শাহ পরাণ। একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়। এর পর থেকে শাহ পরাণ সাবেক স্ত্রীকে হত্যার হুমকি দিতেন। একই বছরের ১ এপ্রিল রাতে দেলোয়ারাকে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়িতে যান শাহ পরান। রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত দেলোয়ারাকে ছুরিকাঘাত করেন তিনি। তার চিৎকারে ছোট বোন ফারহানার ঘুম ভেঙে যায় এবং বোনকে রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে শ্যালিকা ফারহানাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান শাহ পরাণ। এতে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা করেন। পরে শাহ পরাণকে গ্রেপ্তার করা হলেও জামিন মুক্ত হয়ে পালিয়ে যান। পলাতক অবস্থায় ২০১৯ সালের ৯ এপ্রিল চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
শনিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, শ্যালিকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহ পরাণকে থানায় হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন