মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টায় ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলায় একটি লাকড়ির ঘরে মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। এলাকাবাসীর ধারণা- বজ্রপাতের সময় অটোরিকশা থামিয়ে তারা এই লাকড়ির ঘরে আশ্রয় নিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

তারা হলেন, লৌহজং উপজেলার কনকসা বাজারের বটতলা এলাকার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন সরদার (৪৫) ও একই এলাকার শাহজাহানের ছেলে কাউসার (৪৬)। জুম্মন সরদার পেশায় অটোরিকশা চালক, কাউসার মাছ ব্যবসায়ী। তারা দুজন বন্ধু।

ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আহসান কবির শিশির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জনই ঘটনাস্থলে মারা গেছেন। এ তথ্য পুলিশকে জানানো হয়েছে। 

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, বজ্রপাতে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুরে দু’জন মারা গেছেন। মরদেহ শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।