কুলাউড়ার ব্রাহ্মণবাজারের টমটম চালক শাহাব উদ্দিনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হাজীনগর চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামে।

জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চা বাগানের নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহাব উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, শুক্রবার রাতের কোনো এক সময় টমটম ছিনিয়ে নেওয়ার জন্য শাহাব উদ্দিনকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।