- সারাদেশ
- গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী জেলহাজতে
গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী জেলহাজতে

প্রতীকী ছবি
গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শনিবার আটক এই নেতাকর্মীদের পুলিশ আদালতে হাজির করে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে শুক্রবার রাতে শহরের পুরাতন বাজার এলাকায় একটি আবাসিক হেটেলে অবস্থান নেন তারা। শনিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিলন, ছাত্রদল নেতা আব্দুর রহিম বাদশা, ফুলছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আরজু, ছাত্রদল নেতা আমিনুল হোসেন নাজিম, আমির হোসেন, হুরমুজ আলী, এরেন্ডাবাড়ী ইউনিয়ন যুবদল আহবায়ক মশিউর রহমান, ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এসকে শামিম, সদস্য সজিব মিয়া, আতিক হোসেন, বিএনপি নেতা এখলাছুর রহমান, সাইদুর রহমান এবং সাদুল্যাপুর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মাছুম। গ্রেপ্তার অন্যদের পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বলেন, জনসমাবেশ সফল করার লক্ষে শহরের একটি আবাসিক হোটেলে রাত যাপন করেন তারা। কোনো অভিযোগ ছাড়াই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। হয়রানির উদ্দেশ্যে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আটককৃতরা জনসমাবেশ ঘিরে হোটেলে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। কার্যবিধি ১৫৪ ধারা এবং গত ২৩ মে সদর থানায় পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন