উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে যেতে আগামী জাতীয় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন রাজনীতিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও এনজিও ব্যাক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিত্বশীল ব্যাক্তিবর্গ।

‘দ্বৈত উত্তরণ: নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ, জনপ্রত্যাশা ও অংশীজনদের দায়িত্ব’- শিরোনামে এই মতবিনিময় সভা ফরিদপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর আয়োজনে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভা হয়। সেখানে মূল বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির। স্বাধীনতা উত্তর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরতার সূচক ও তথ্য –উপাত্ত সম্বলিত প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউটের সহকারী পরিচালক নিপা রানী।

সভায় শিক্ষাবিদ প্রফেসর মো. শাজাহান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলি ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. অসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, ফরিদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম ইয়াহিয়া, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান লায়েক, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবীর খোকন, ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি সঞ্জিব দাস, নারী নেত্রী আসমা আক্তারমুক্তা সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, পৌর কাউন্সিলর ও সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।

এ সময় বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা করা, জনবান্ধব আইন প্রণয়ন, সমাজে বিদ্যমান বিভিন্ন বৈষম্য বিলোপ করা ও নারীদের ক্ষমতায়নের ওপর জোর দেন। এ ছাড়া জলবায়ু মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার কথাও বলা হয় মতবিনিময় সভায়।