- সারাদেশ
- ঢাকা কলেজের দুই ছাত্রলীগ নেতার রিমান্ড মঞ্জুর
ঢাকা কলেজের দুই ছাত্রলীগ নেতার রিমান্ড মঞ্জুর

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম শফিক ও সাবেক সহ-সম্পাদক জনি হাসান। ছবি- সংগৃহীত।
রাজধানীর ঢাকা কলেজের আবাসিক হলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দুই কর্মীকে ডেকে এনে রড, হকিস্টিক দিয়ে নির্যাতন করে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় কলেজ ছাত্রলীগের দুই নেতার একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার রাতে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ওসি মো. শফিকুল গনি সাবু। বৃহস্পতিবার রাতে দক্ষিণ হলে এ নির্যাতনের ঘটনা ঘটে। দুই নেতা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক জনি হাসান ও সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম শফিক। তারা আসন্ন কলেজ ছাত্রলীগের কমিটিতে পদপ্রত্যাশী।
নির্যাতনের শিকার দুজন সিগমাইন্ড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী হাসান (২৯) ও কর্মচারী মো. তৌকির (২৩)। মেহেদী হাসান এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য অর্ণব, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মো. বেল্লাল হোসেন, দক্ষিণ হলের ছাত্রলীগকর্মী মো. গোলাপ হোসেন, তারিফ, মো. রমজান, মেহেরাব হোসেন সিয়াম, সালমান, মো. রায়হান, গোপাল, রাব্বী তালুকদার, মাসুম, ফাহিম, শাহীন।
ওসি মো. শফিকুল ইসলাম সাবু সমকালকে বলেন, ‘তিনদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী বিষয়টি দেখছে। এ ক্ষেত্রে যে কোনো সহযোগিতা তারা করবেন।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সমকালকে বলেন, ‘তারা ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে আসছিল।’ ভবিষ্যতে তারা কমিটিতে পদ পাবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, ‘নিঃসন্দেহে অপরাধের সত্যতা পাওয়া গেলে পদ পাওয়ার সুযোগ নেই।’
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি না থাকায় বহু অছাত্র, বহিরাগতরা হলে থাকছে। তারা হলকে নিরাপদ স্থান বানিয়ে বিভিন্ন চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। হলে ও আশেপাশের মার্কেটে ত্রাস সৃষ্টি করেছে। বৈধ শিক্ষার্থীরা হলে থাকতে পারছে না। এ বিষয়ে কলেজ প্রশাসনও ভয়ে কিছু করছে না।
মন্তব্য করুন