- সারাদেশ
- মহাসড়ক বন্ধ করে পথসভা আ’লীগ প্রার্থী সুন্দর আলীর
আড়াইহাজার পৌর নির্বাচন
মহাসড়ক বন্ধ করে পথসভা আ’লীগ প্রার্থী সুন্দর আলীর

আড়াইহাজারের পায়রা চত্বরে শনিবার বিকেলে পথসভা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী - সমকাল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে পথসভা করেছেন আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুন্দর আলী। গতকাল শনিবার বিকেলে উপজেলার পায়রা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ হয়ে যায়।
পায়রা চত্বর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শনিবার বিকেল ৩টার দিকে সুন্দর আলীর সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে আসতে থাকেন। এক পর্যায়ে ভুলতা-বিশনন্দী ও নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ হয়ে যায়। নেতাকর্মীর অবস্থানের কারণে ফুটপাতও পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে পথচারীরা ভিড় ঠেলে কোনোমতে গন্তব্যে যান।
আড়াইহাজারের বগাদী এলাকার বাসিন্দা আফসানা বেগম বলেন, তাঁর বাসায় যাওয়ার এটি একমাত্র রাস্তা। সকালেও রাস্তা পরিষ্কার দেখে বের হয়েছিলেন। বিকেলে ফেরার পথে দেখেন এ অবস্থা। ভিড় ঠেলে যাওয়া ছাড়া তাঁর কোনো পথ খোলা ছিল না।
স্থানীয় সূত্র জানায়, রাস্তা বন্ধ করে দেওয়ায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদেরও। বিআরটিসির বাসসহ বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহনও আটকা পড়ে।
নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, কোনো পথসভা বা ঘরোয়া সভা করতে হলে অন্তত ২৪ ঘণ্টা আগে সভার জায়গা ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে; যেন তাঁরা জনসাধারণের চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে এমন কোনো সড়কে পথসভা, মিছিল বা শোভাযাত্রার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
এর আগেও বিতর্ক সৃষ্টি করেছেন সুন্দর আলী। নির্বাচনী প্রচারণা শুরুর নির্ধারিত তারিখের আগে তিনি প্রচারে নামেন। প্রতীক বরাদ্দের আগেই নৌকা প্রতীকে ভোট চান। তখন সুন্দর আলীর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছিল নির্বাচন কমিশন।
সড়ক বন্ধ করে পথসভা আয়োজনের বিষয়ে সুন্দর আলী বলেন, ‘১০-২০ মিনিটের জন্য রাস্তায় সভা করেছি। এতে কোনো সমস্যা হয়নি। যানবাহন অন্যদিক দিয়ে চলেছে। শুধু আমি কেন, সবাই তো এখানে সভা করে?’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, আচরণবিধি দেখার জন্য তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ অভিযোগও তদন্ত করছেন। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ জুন আড়াইহাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। ২৬ মে প্রতীক বরাদ্দের পর প্রচারে নেমেছেন প্রার্থীরা।
মন্তব্য করুন