- সারাদেশ
- বাজার করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
বাজার করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় মো. আলাউদ্দিন (৫৫) নামের এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের জন্য তিনি বাজার করতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। রোববার সকালে জীবননগর পৌর এলাকার লক্ষীপুর ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
নিহত বাইসাইকেলচালক মো. আলাউদ্দিন জীবননগর উপজেলার আলীপুর বাঁকা মাঠ পাড়ার মৃত আফসার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেল চালিয়ে আলাউদ্দিন জীবননগরে বাজার করতে যাচ্ছিলেন। লক্ষীপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। দুর্ঘটনায় সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে তার। রক্তাক্ত জখম অবস্থায় আলাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আহত মোটরসাইকেল চালক রাজ্জাক হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. সেফা খাতুন বলেন, ওই ব্যক্তি মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন বলে ধারণা করছি। আহত মোটরসাইকেল চালক রাজ্জাক হোসেনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন মৃধা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন