- সারাদেশ
- বিএনপি ক্ষমতায় এলে 'বিষ খেয়ে আত্মহত্যা' করবো: এমপি নাজিম উদ্দিন
বিএনপি ক্ষমতায় এলে 'বিষ খেয়ে আত্মহত্যা' করবো: এমপি নাজিম উদ্দিন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, 'আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করবো। যদি বেঁচে থেকে কোনোদিন শুনতে পারি নৌকা হেরে গেছে, ক্ষমতায় গেছে খালেদা জিয়া। আমি আর বেঁচে থাকতে চাই না।'
শনিবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে নারীদের নিয়ে এক উঠান বৈঠকে এসব কথা বলেন নাজিম উদ্দিন আহমেদ।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করবো। যদি বেঁচে থেকে কোনোদিন শুনতে পারি নৌকা হেরে গেছে, ক্ষমতায় গেছে খালেদা জিয়া। আমি আর বেঁচে থাকতে চাই না। বেঁচে থাকার আর কোনো মূল্য নাই। কারণ, যৌবনে অস্ত্র ধরেছিলাম দেশ স্বাধীন করেছিলাম। হায়েনেরা মা-বোনের ইজ্জত লুটে নিয়েছে ও ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছেন। সেই হায়েনারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমার বেঁচে থেকে আর লাভ কী। তাই আপনাদের কাছে আকুল আবেদন আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিবেন।
তিনি বলেন, আমি নিঃস্ব ও রিক্ত। ব্যাংকে আমার কোনো টাকা-পয়সা নেই। আমার কোনো সহায়-সম্পদ নেই। আমি সবকিছু দিয়ে চেষ্টা করেছি, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন। নির্বাচনে জনগণ নৌকায় ভোট না দিলে সেটি ‘জাতির জন্য বেঈমানি’ হবে বলে মনে করেন তিনি।
এদিকে এমপি নাজিম উদ্দিনের আত্মহত্যার ঘোষণা দেওয়ার বিষয়টি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান থেকে সরে এসেছেন তিনি।
রোববার বিকেলে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনের এমপি নাজিম উদ্দিন সমকালকে বলেন, 'আমার কথা ছিলো স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে ৩০ লাখ শহীদ, ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। এরা (বিএনপি) যদি পুনরায় আবার ক্ষমতায় আসে হত্যা, নির্যাতন করবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কীভাবে সহ্য করতে পারি। আমার তো আত্মহত্যার মতো অবস্থা হয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'তারা (বিএনপি) যদি আবার ক্ষমতায় আসে, বাংলাদেশের পতাকা নিয়ে যদি তারা ঘুরে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই ব্যর্থতা বা কষ্ট নিজেকে কীভাবে মানাবো। অন্য বেডার কি হবে জানি না, তবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলি আমাদের আত্মহত্যার সমতূল্য হয়ে যায়। এই কথা বলেছি।'
মন্তব্য করুন