- সারাদেশ
- পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু
পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু

পাবনার চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্যানেলের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত দুই শিশু হলো– গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া এলাকার শাহ আলমের ছেলে নাহিদ (৫) ও হৃদয় হোসেনের ছেলে রিয়াদ হোসেন নাইম (৪)। তারা সম্পর্কে মামা ভাগনে।
গুনাইগাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিশু নাহিদ ও তার ভাগনে নাইম ক্যানেলের সামনে খেলছিল। এ সময় তারা ক্যানেলের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় শিশু দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন