
তিনি বলেন, হাত দিয়ে যেমন সূর্যের কিরণ ঠেকানো যায় না, নদীর ঢেউয়ে যেমন বান দেওয়া যায় না; তেমনি হামলা-মামলা করেও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ঠেকানো যাবে না। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অচিরেই এই সরকারের পতন হবে।
রোববার বিকেলে খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডে বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ১০ দফা দাবিতে খুলনা বিএনপি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পদযাত্রায়ি কেসিসি মার্কেট মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিতাই রায় চৌধুরী বলেন, আমি সাবধান করে দিচ্ছি, আপনারা এই সরকারের পক্ষ না নিয়ে জনগণের পক্ষে ফিরে আসুন। বিএনপি জনগণের পক্ষে কথা বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলছে, জনগণের ভোটাধিকারের কথা বলছে। আপনারা যদি গণদাবির বিপক্ষে অবস্থান করেন তাহলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে।
তিনি বলেন, সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। কোটি কোটি টাকা দুর্নীতি করে তারা দেশের বাইরে পাচার করেছে।
তিনি আরও বলেন, দেশের জনগণের ভোটের যে অধিকার, বিচার পাওয়ার যে অধিকার, প্রশাসনের কাছ থেকে সাহায্য পাওয়ার যে অধিকার সবকিছুকে সরকার বন্ধ করে দিয়েছে। হামলা, মামলা নির্যাতন চালিয়ে আন্দোলনের ঢেউ ঠেকানো যাবে না। সারাদেশে আন্দোলনের যে ঢেউ উঠেছে, সে ঢেউয়ে সরকার ভেসে যাবে।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে পদযাত্রা পূর্ব সমাবেশে আরও বক্তৃতা দেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। এ সময় দলের মহানগর, জেলা ও বিভিন্ন থানা, ওয়ার্ড-ইউনিয়নের নেতারাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন