- সারাদেশ
- কুকি-চিনের সঙ্গে আলোচনার পথ বের করতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের
কেএনএ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মাহিউদ্দিন
কুকি-চিনের সঙ্গে আলোচনার পথ বের করতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের

তিনি বলেছেন, অস্ত্রের শক্তি দিয়ে পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত আলোচনাতেই বসতে হয়। শান্তি প্রতিষ্ঠায় তাদের জন্য (কুকি-চীন) সেনাবাহিনীর দুয়ার সব সময় খোলা রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কার্বারি (পাড়াপ্রধান), হেডম্যান (মৌজাপ্রধান), জেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় এমপির ভূমিকা গুরুত্বপূর্ণ।
রোববার বান্দরবান সেনা রিজিয়নের অফিসার্স মেসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সম্প্রতি কেএনএর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মাহিউদ্দিন বলেন, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে। তবে অস্ত্রধারী ও আসামিদের সঙ্গে কোনো ধরনের আপস নয়। অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ কুকি-চিনের সঙ্গে আলোচনার পথ বের করতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের। সেখানে সেনাবাহিনী সহযোগিতা করতে পারে। কীভাবে এই জেলায় শান্তি প্রতিষ্ঠিত হবে তাঁরাই (স্থানীয় জনপ্রতিনিধি) ভালো জানবেন।
বম জনগোষ্ঠী নিয়ে এ সেনা কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর সঙ্গে একসময় তাদের ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্ক কতিপয় বিচ্ছিন্ন মানসিকতার যুবক নষ্ট করার চেষ্টা করছে। নিজেদের অধিকার আদায়ে সরকার কিংবা সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসার সুযোগ রয়েছে বম জনগোষ্ঠীর। সেখানে অস্ত্র দিয়ে অধিকার আদায়ের চেষ্টা করতে গিয়ে সার্বভৌমত্ব ক্ষুণ্ন হলে সেনাবাহিনী বসে থাকতে পারে না।
মন্তব্য করুন