- সারাদেশ
- সেই শিশুকে কারা ফেলে গেছে এখনও জানে না পুলিশ
সেই শিশুকে কারা ফেলে গেছে এখনও জানে না পুলিশ

ঝোপ থেকে তুলে আনা শিশুটির চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: সমকাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সেই ‘অচেনা’ শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটির খিঁচুনি ও জ্বরের মাত্রা কিছুটা কমেছে। রোববার তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে শিশুটির মা-বাবার পরিচয় বা কে তাকে ফেলে গেছে সে রহস্য এখনও ভেদ করতে পারেনি পুলিশ।
শিশুটিকে ঝোপঝাড় থেকে উদ্ধার করা টাইগারপাস পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আজিজুল ইসলাম বলেন, ‘শিশুটির মা-বাবার কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা খুঁজে বের করতে আমাদের অভিযান অব্যাহত আছে।’
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘শিশুটিকে সুস্থ করে তুলতে সবাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
চিকিৎসকরা জানান, শিশুটি জন্মগত নানা শারীরিক ত্রুটিতে ভুগছে। সঙ্গে আছে ফুসফুসে প্রচণ্ড ইনফেকশন ও খিঁচুনি। ভর্তির সময় তার প্রচণ্ড জ্বর ছিল। তবে জ্বরের মাত্রা আগের চেয়ে কমেছে। জন্মগত নানা ত্রুটির কারণে শিশুটির মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয়নি। যে কারণে শিশুটির ওজন যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়েনি।
চট্টগ্রাম নগরের টাইগারপাসের দেওয়ানহাট ব্রিজের নিচের ঝোপঝাড় থেকে থেকে গত শুক্রবার শিশুটিকে উদ্ধার করা হয়।
মন্তব্য করুন