- সারাদেশ
- ইসলামী ব্যাংকের ২৫ লাখ টাকা ছিনতাই: উদ্ধার ১১ লাখ, গ্রেপ্তার ৩
ইসলামী ব্যাংকের ২৫ লাখ টাকা ছিনতাই: উদ্ধার ১১ লাখ, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিন ছিনতাইকারী। ছবি: সমকাল
সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ২০ দিন পর ১১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এতে জড়িত তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়িও জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন- মাগুরা সদরের রাঘবদাইড় গ্রামের মো. শিমুল (৩৬), বরিশালের গৌরনদীর তাওহিদ ইসলাম (৪৫) ও পটুয়াখালীর দশমিনার ঠাকুরহাট বাজারের জসিম উদ্দিন (৪৫)। পুলিশ জানায়, শিমুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ছাড়া জসিম তিনটি ও তাওহিদ একটি মামলার আসামি।
এসপি আসাদুজ্জামান জানান, ৭মে বেলা ১১টার দিকে উলাইলে ইসলামী ব্যাংকের এজেন্ট অফিসের মার্কেটিং ম্যানেজার মো. হাবিবুর রহমান ও সিকিউরিটি ইনচার্জ নাঈম ইসলাম ২৫ লাখ ৬০ হাজার টাকা নিয়ে ব্যাংকের হেমায়েতপুর শাখায় জমা দিতে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডের আল-মাদানী রেস্তোরাঁর সামনে সাদা রঙের ব্যক্তিগত গাড়ি থামিয়ে তাঁদের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরদিন সাভার মডেল থানায় মামলা করেন হাবিবুর রহমান।
তিনি আরও জানান, পুলিশের একটি দল শনিবার পটুয়াখালীর বাড়ি থেকে জসিমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ লাখ টাকা। জসিমের দেওয়া তথ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছয় লাখ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানান, ছিনতাই করা টাকা তারা ভাগাভাগি করে নেয়। শিমুল ওই টাকায় জমি কেনার জন্য বায়না করে। তাওহিদ মায়ের চিকিৎসায় ও জসিম নতুন ঘর নির্মাণে টাকা খরচ করে। সাত দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।
মন্তব্য করুন