- সারাদেশ
- ময়মনসিংহে ড্রেনে মিলল খণ্ডিত পা
ময়মনসিংহে ড্রেনে মিলল খণ্ডিত পা

ড্রেন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। ছবি: সমকাল
ময়মনসিংহ নগরীর একটি ড্রেন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পা’টি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নগরীর চড়পাড়া-মাসকান্দা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের মসজিদের সামনের ড্রেনে পায়ের কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে যোগ দিতে আসা মানুষ ড্রেনে পা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে মরদেহ ধারণা করলেও পুলিশ এসে উদ্ধার করে খণ্ডিত পা।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, খণ্ডিত পা উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এটির ময়নাতদন্ত করা হবে। অস্ত্রোপচারে বিচ্ছিন্ন পা হতে পারে এটি।
মন্তব্য করুন