- সারাদেশ
- নিষেধাজ্ঞা অমান্য করে ২০টি গাছ কাটার অভিযোগ
নেত্রকোনা
নিষেধাজ্ঞা অমান্য করে ২০টি গাছ কাটার অভিযোগ

নেত্রকোনা র কলমাকান্দা উপজেলার নাজিরপুর-লেংগুরা সড়কের ভবানীপুর থেকে নিষেধাজ্ঞা অমান্য করে আরও ২০টি গাছ কাটার অভিযোগ উঠেছে। রোববার সকাল পর্যন্ত মোট ৫৫টি আকাশমণি গাছ কেটে নেন ভবানীপুর গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হক মঞ্জু। গত সোমবার উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশের গাছ কাটতে নিষেধাজ্ঞা দেন। এ নিয়ে গত বুধবার সমকালে ‘সড়কের ৩৫ গাছ কাটার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জানা গেছে, ভবানীপুর গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হক মঞ্জু নাজিরপুর-লেংগুরা সড়কের পাশের ভবানীপুর স্থান থেকে শতাধিক গাছ কাটার উদ্যোগ নেন। গত সোমবার বিকেল পর্যন্ত চার শ্রমিক দিয়ে ৩৫টি গাছ কাটেন। খবর পেয়ে কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম ও এলজিইডির উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধাজ্ঞা দেন। সেদিন গাছ কাটা বন্ধ রাখলেও পরের দু’দিনে আরও ২০টি গাছ কেটে নেন মঞ্জুরুল হক মঞ্জু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গাছ কাটা বন্ধ রাখতে বলা হয়েছে। এ নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন করে গাছ কাটার বিষয়ে তাঁর জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।
মন্তব্য করুন