- সারাদেশ
- বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে আলোচনা
বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে আলোচনা

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সহযোগিতায় সম্প্রতি ‘আওয়ার শেয়ারড এস্পিরেশনস: এক্সেলারেটিং দ্য জাপান-বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
সভায় সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে একটি রোডম্যাপ প্রণয়নের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, দুই দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে জাপান-বাংলাদেশের অংশীদারিত্ব অনেক দূর প্রসারিত হয়েছে, যা অর্থনৈতিক সমৃদ্ধির এই যাত্রাকে আরও বিস্তৃত করেছে।
মন্তব্য করুন