সিলেট নগরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু ছুরিকাঘাতে আহত হয়েছেন। রোববার রাতে শাহী ঈদগাহ এলাকায় ছাত্রদলের কর্মীরা তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় রাত ১১টার দিকে আমিনুর রহমানকে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার পরিদর্শক দেবাংশু দে জানান, সোমবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

তিনি জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে শাহী ঈদগাহ পয়েন্টের সামনে দাঁড়ানো ছিলেন আমিনুর রহমান। ওই সময় হঠাৎ চার পাঁচজন যুবক এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করা হয়। ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িতরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। থানায় এখনও এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। 

এদিকে ঘটনার খবর পেয়ে রাত ১২টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমিনুর রহমানকে দেখতে যান সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ওই সময় হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন।

এদিকে আমিনুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।