- সারাদেশ
- মাগুরা বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
মাগুরা বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

মাগুরায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সোমবার মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শহরের শিবরামপুরে সাইফুজ্জামান শিখর এমপির বাংলো বাড়িতে গিয়ে যোগদান অনুষ্ঠানে অংশ নেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এমপি সাইফুজ্জামান শিখর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুন্সী রেজাউল হক।
ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিন্টু মোল্যার নেতৃত্বে এ সময় তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। তাদের মধ্যে নিরু মোল্যা, তমাল মোল্যা, সোনা মোল্যা, সুমন মোল্যা, কিসলু খানের মতো স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা রয়েছেন বলে জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে মিজানুর রহমান জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
মন্তব্য করুন