- সারাদেশ
- সাতক্ষীরায় ট্রাকচালক রুহুল গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সাতক্ষীরায় ট্রাকচালক রুহুল গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার হাশেম গাজী - সমকাল
সাতক্ষীরায় ট্রাকচালক রুহুল আমিন গাজী হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার রাতে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হাশেম গাজী সাতক্ষীরা শহরের পারকুখরালীর এলাকার প্রয়াত মফিজ উদ্দীন গাজীর ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের ট্রাকচালক রুহুল আমিন গাজীর সঙ্গে হাশেম গাজীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২০২৩ ১২ মে রাতে হাশেম গাজী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে রুহুল আমিন গাজীকে মারধর করে গুরুতর জখম করে। রুহুল আমিনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে হাশেম গাজীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, এ হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। একপর্যায়ে রোববার রাতে মামলার প্রধান আসামি হাশেম গাজী বাসযোগে ঢাকায় পলিয়ে যাওয়ার সময় ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার জেএম গালিব হোসেন।
মন্তব্য করুন