- সারাদেশ
- চালের বস্তায় ৩৮ লাখ টাকা জব্দের ঘটনায় আটক যুবকের জামিন
চালের বস্তায় ৩৮ লাখ টাকা জব্দের ঘটনায় আটক যুবকের জামিন

চালের বস্তা থেকে জব্দ করা ৩৮ লাখ টাকা
একইসঙ্গে তিনি লালমনিরহাট সদর থানা পুলিশকে তদন্ত করে তিন দিনের মধ্যে জব্দ অর্থের মালিকানাসহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট আদালতে লিখিত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় তল্লাশিকালে পুলিশ ঢাকাগামী নাবিল পরিবহনের লকার থেকে বস্তায় চালের সঙ্গে ৩৮ লাখ টাকা জব্দ করে। এ ঘটনায় কুড়িগ্রামের উলিপুরের কিশামত তবকপুর গ্রামের ছাবেদ আলী মোল্লাহর ছেলে মমিনুল ইসলামকে আটক করা হয়। পরে রাতেই লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। সোমবার দুপুরে মমিনুলকে আদালতে সোপর্দ করা হয়।
মোমিনুল জানান, তিনি উলিপুর উপজেলা সদরে অন্বেষা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে কাজ করেন। তার মালিক শাহিনুর আলমের নির্দেশে সিমেন্ট কিনতে টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। শাহিনুর উলিপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
মন্তব্য করুন