- সারাদেশ
- সাংবাদিক শাকিলকে পুড়িয়ে হত্যাচেষ্টা: ৩ ভাইয়ের কারাদণ্ড
সাংবাদিক শাকিলকে পুড়িয়ে হত্যাচেষ্টা: ৩ ভাইয়ের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুর রহিম, আব্দুর জব্বার ও জাকির হোসেন। তারা তিনজন সম্পর্কে আপন ভাই। এ ছাড়া মামলা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- শাওন হাওলাদার, অভি ও হাবিবুর রহমান।
ঢাকা মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ঠ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শাহজাহান মজুমদার এসব তথ্য জানান।
রায়ে সংক্ষুব্ধ মামলার বাদী শাকিল হাসান সাংবাদিকদের বলেন, আসামিদের সর্বোচ্চ সাজা না হওয়ায় এ রায়ের বিরুদ্ধে আপিল করব।
২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারের দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলম। রহিম, জব্বার ও জাকিরের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় এবং ক্যামেরা ভাঙচুর করে।
এ সময় হামলাকারীরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
২০১৭ সালের ৬ জুন পুলিশ ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে। এরপর ২০১৮ সালের ৪ জানুয়ারি দুই আসামিকে অব্যাহতি দিয়ে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিচার চলাকালীন আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
মন্তব্য করুন