- সারাদেশ
- যুবলীগ নেতা জেম হত্যা: ৬ আসামি কারাগারে, ২৬ জনের জামিন বহাল
যুবলীগ নেতা জেম হত্যা: ৬ আসামি কারাগারে, ২৬ জনের জামিন বহাল

৬ আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ - সমকাল
চাঁপাইনবাবগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যার ঘটনায় উচ্চ আদালতে জামিন পাওয়া ৬ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া উচ্চ আদালতে পাওয়া ২৬ জনের জামিন বহাল রেখেছেন আদালত।
মঙ্গলবার বেলা ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী এই আদেশ দেন।
আজ দুপুরে জেম হত্যা মামলার ৩২ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। বিচারক ২৬ জনের জামিন বহাল রেখে বাকি ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় জামিনপ্রাপ্ত প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান আদালতে উপস্থিত হননি।
কারাগারে পাঠানো আসামিরা হলেন– বহিষ্কৃত জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ রানা টিপু, আব্দুল কাদের, আলমগীর হোসেন, জামিল হোসেন, মাহিন রেজা উরফে মুমিন।
আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ১২ জন আসামি সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এজাহারের অভিযোগের ভিত্তিতে পর্যালোচনা করে আদালত ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দু’জন আসামির মধ্যে একজন কারাগারে এবং প্রধান আসামি মোখলেসুর রহমান শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।
গত ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড় এলাকায় খাইরুল আলম জেমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছিল। এর মধ্যে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের তিন দিন পর গত ২২ এপ্রিল রাত ২টার দিকে খাইরুল আলম জেমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় পৌরসভার মেয়র, দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪৮ জনকে আসামি করে মামলা করেন।
মন্তব্য করুন