সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করার অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের মঙ্গলবার তাদের এ নোটিশ দেন। নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, সিটি করপোরেশন আচরণবিধি, ২০১৬ এর বিধি ৫ অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে প্রচারণা করতে পারবেন না।

এর আগে নৌকার সমর্থনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেওয়ার অভিযোগে গত ১৫ মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবকে নোটিশ দেওয়া হয়েছিল।

সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে আগামী ২ মে প্রতীক বরাদ্দ করা হবে। কিন্তু গত একমাস ধরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বিশেষ করে মেয়র প্রার্থীরা প্রতিদিনই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ নিয়ে সমকালসহ বিভিন্ন গণমাধ্যম সংবাদও প্রকাশ করে। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে অনেকটা নীরব ভূমিকা পালন করে আসছিল। এবার কিছুটা দেরি করে হলেও দুই মেয়র প্রার্থীকে শোকজ নোটিশ দেওয়া হলো।