- সারাদেশ
- তেল কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ
তেল কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ

মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশন- সমকাল
পঞ্চগড়ের দেবীগঞ্জে পরিমাপে কম তেল দেওয়ার অপরাধে মেসার্স জান্নাতুন মাওয়া নামে একটি ফিলিং স্টেশনের তেল বিক্রি কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়েছে বিএসটিআই।
মঙ্গলবার সকালে উপজেলার চিলাহাটী ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এ অভিযান চালায় রংপুর বিএসটিআইর বিভাগীয় সহকারী পরিচালক (মেট্রোলজি) আজিজুল হাকিম। এ সময় রংপুর বিএসটিআইর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আহসান হাবীব, জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনের ম্যানেজার চিত্র রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার সকালে উপজেলার ভাউলাগঞ্জ বাজারসংলগ্ন মেসার্স জান্নাতুন মাওয়া নামের একটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ গ্রাহকদের ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহের সময় কারচুপি করে পরিমাপে কম দিচ্ছিল। হাতেনাতে ধরা পড়ে বিএসটিআই প্রতিনিধিদের কাছে।
রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) আজিজুল হাকিম বলেন, জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। পরে আমরা তাদের পাম্পে তেল বিক্রি বন্ধ করে দিয়েছি। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন