- সারাদেশ
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের আরও ৩০ হাজার টন কয়লাবাহী জাহাজ মোংলায়
রামপাল বিদ্যুৎকেন্দ্রের আরও ৩০ হাজার টন কয়লাবাহী জাহাজ মোংলায়

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি- সমকাল
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩০ হাজার ৫০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ম্যাজেস্টি। সোমবার রাত ৯টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হারবারিয়ার-৮ নম্বর অ্যাংকরেজে ভেড়ে জাহাজটি।
ওই রাত থেকেই জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। এসব কয়লা ছোট নৌযানে করে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, গত ১৫ এপ্রিল এমভি বসুন্ধরা ম্যাজেস্টি ৩০ হাজার ৫০০ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। সোমবার রাত ৯টার দিকে জাহাজটি মোংলা বন্দরে নোঙর করে। ওই রাত থেকেই খালাস হওয়া কয়লা লাইটারেজে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হচ্ছে।
এর আগে ইন্দোনেশিয়া থেকে ৩০ হাজার টন কয়লা নিয়ে গত ১৬ মে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামে আরেকটি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছিল।
মন্তব্য করুন